ওয়েবসাইট কি? ওয়েবসাইট কিভাবে কাজ করে? জানুন

 

ওয়েবসাইট কি?ওয়েবসাইট কিভাবে কাজ করে?

ওয়েবসাইট কি?

ওয়েবসাইট হলো কতগুলো পাতা,যেখান থেকে আপনি আপনার ব্যবসা বা ব্লক এবং অন্যান্য যে কোন জিনিস নিয়ে লিখতে বা উপস্থাপন করতে পারবেন ।

এখানে পাতা বলতে বোঝানো হয়েছে যে, যেখানে আপনি আপনার ব্যবসা বা ব্লক এবং অন্যান্য যে কোন জিনিস নিয়ে লিখবেন বা কোন ছবি দিয়ে উপস্থাপন করবেন। মানে এই ইন্টারনের মাধ্যমে আপনি যে বিষয়ে জানেন বা জানতে চান তার একটি মাধ্যম হলো ওয়েবসাইট।

আপনি যদি কোন কিছু জানতে চান তাহলে আপনি সহজেই এই ওয়েবসাইট থেকে সার্চ করে জানতে পারবেন। এই ওয়েবসাইটকে আবার কেউ কেউ সাইট বলে থাকে।

ওয়েবসাইট কত প্রকার

ওয়েবসাইট দুই ধরনের হয়ে থাকে। একটি হলো ডায়নামিক ওয়েবসাইট, আরেকটি হল স্ট্যাটিক ওয়েবসাইট।

ডায়নামিক ওয়েবসাইট কি

ডায়নামিক ওয়েবসাইট হলো,আপনার সকল তথ্য গুলো অটোমেটিক্যালি পরিবর্তন হবে আপনার লেখা প্রোগ্রামিং কোডের মাধ্যমে। যেমন আপনি আজকে আমার ওয়েবসাইট ভিজিট করেন তাহলে দেখতে পারবেন আজকে তারিখ কিন্তু আবার যদি দুইদিন পর আমার ওয়েবসাইট ভিজিট করেন তাহলে দেখতে পারবেন দুইদিন পরের তারিখ

এখানে আমি শুধু কোর্টের মাধ্যমে একটি সিস্টেম তৈরি করে রেখেছি যার ফলে আপনি একেকদিন এসে এক এক তারিখ দেখতে পাচ্ছেন। মানে তথ্য অটোমেটিক্যালি পরিবর্তন হচ্ছে। এটাই হলো ডায়নামিক ওয়েবসাইট এর কাজ।


উদাহরণ দিয়ে যদি বলি, আপনি এই আমার সাইটটি ভিজিট করেছেন আজকে। আজকে দেখতে পারবেন একরকম তথ্য আবার যদি কয়েকদিন পরে আবার ভিজিট করেন তাহলে দেখতে পারবেন আরেক নতুন কোন তথ্য।

আমি কিন্তু এই নতুন তথ্যের জন্য ওই পাতাটি ওয়েব সার্ভার থেকে ডাউনলোড করব না কারণ আমি কোডের মাধ্যমে এমন এক সিস্টেম করে রেখেছি যেখানে আমি শুধু নতুন কোন টিউটোরিয়াল এডিটরের মাধ্যমে লিখে দিলেই আমার সাইটের প্রথম পাতা দেখা যাবে। ডায়নামিক ওয়েবসাইট সাধারণত php,net,asp ইত্যাদি দিয়ে হয়ে থাকে।

স্ট্যাটিক ওয়েবসাইট কি


স্টাটিক ওয়েবসাইট এমন এক ধরনের ওয়েবসাইট যেখানে আপনার তথ্যগুলো ফিক্স করা থাকে। আপনি যে তথ্যগুলো দিয়ে লিখেছেন তা অটোমেটিক্যালি পরিবর্তন হবে না। আপনি যেভাবে তৈরি করেছিলেন সেভাবেই থাকবে। সাধারণত এই ওয়েবসাইটগুলো HTML দিয়ে তৈরি হয়।

যেহেতু আপনার ওয়েবসাইট এর তথ্যগুলো পিক্স সেহেতু যদি কখনো তথ্য পরিবর্তন করার প্রয়োজন হয় তাহলে সেই তথ্য সংক্রান্ত পাতাটি ওয়েব সার্ভার থেকে ডাউনলোড করে তারপর পরিবর্তন করে আবার ওয়েব সার্ভারে রেখে দিতে হবে। এটার মানে হল আপনি যা করবেন সবকিছু নিজের করতে হবে অটোমেটিক্যালি কোন কিছু হবে না।

ওয়েবসাইট তৈরি করতে যা প্রয়োজন


ওয়েবসাইট তৈরি করার জন্য প্রথমে আপনাকে দুটি জিনিস অবশ্যই নিতে হবে। 

একটি হলো ডোমেইন এবং অপরটি হলো ওয়েব সার্ভার।

ডোমেইন

ধরুন কেউ যদি আপনাকে জিজ্ঞাসা করে আপনার ঠিকানা কোথায়, তাহলে আপনি বলবেন অবশ্যই ঢাকা অথবা বরিশাল যে কোন জায়গা হতে পারে। ঠিক তেমনি আপনার ওয়েবসাইটের একটি ঠিকানা হবে ডোমেইন। এই ডোমেনের মাধ্যমে যে কোন মানুষই আপনার ওয়েবসাইটটি সকলেই সহজেই খুঁজে পাবেন

যেমন: facebook.com, youtube.com, বা itcity24.com. এই ডটকমটি হলো আপনার ওয়েবসাইটের ডমেইন।

ওয়েব সার্ভার

এখন আমি শুধু আপনাকে আপনার ঠিকানা বললাম কিন্তু আমি তো কোন বাসায় থাকি তার ঠিকানা কিন্তু বলিনি। যেখানে থাকার জন্য আপনার একটি বাড়ি আপনার ঘরের আসবাবপত্র ইত্যাদি থাকে। ঠিক এই বাড়িটাই হলো আপনার ওয়েব সার্ভার।


আপনি যে ওয়েবসাইটটি তৈরি করবেন বিভিন্ন তথ্য দিয়ে সেগুলো কোন এক জায়গায় রাখতে হবে, আর এই জায়গাটি হল ওয়েব সার্ভার। ওয়েব সার্ভার টি কম্পিউটারের মাধ্যমে তৈরি করা হয়। যেমন আপনার বাড়ির ভেতরে দুই রুম অথবা তিন রুমের হয়ে থাকে ঠিক তেমনি সার্ভারের জন্য আপনাকে জায়গা কিনতে হবে। আশা করি বুঝতে পেরেছেন।

ওয়েবসাইট যেভাবে কাজ করে

আপনি যখন কোন বিষয় বা বস্তু সম্পর্কে সার্চ করেন তখন আপনার সামনে সেই বিষয়বস্তুর উপরে অনেক ওয়েবসাইট চলে আসে। আর এই ওয়েবসাইট চালাতে গেলে আপনার বিভিন্ন ব্রাউজার ব্যবহার করতে হয়।

যেমন: ক্রোম ব্রাউজার, মোজিলা ফায়ারফক্স, অপেরা বা অন্যান্য যে কোন ব্রাউজার দিয়ে আমরা সার্চ করে থাকি।

এইসব ব্রাউজার দিয়ে আমরা যেকোন ডোলিং সার্চ করলে খুব সহজেই আপনার সামনে চলে আসবে।

কিন্তু এটা কিভাবে হচ্ছে চলুন জেনে আসি।

এখানে সবকিছুই ঘুরছে ক্লায়েন্ট এবং ওয়েব সার্ভার এর মাধ্যমে। ক্লাইন্ট একটি রিকোয়েস্ট পাঠাচ্ছে ওয়েব সার্ভার এর কাছে এবং ওয়েব সার্ভার সেই রিকোয়েস্টটি গ্রহণ করে তাকে একটি ভিত্তি মেসেজ দিচ্ছে ক্লাইন্টকে।

ক্লাইন্ট বলতে বোঝানো হচ্ছে আপনার ব্রাউজারকে। যেমন,ক্রোম,মজিলা, ফায়ারফক্স ইত্যাদিকে। আপনি যে ডোনেন গুলো টাইপ করবেন তা এই ব্রাউজারের মাধ্যমে সার্ভারের কাছে রিকোয়েস্ট পাঠাবে।

আর এখানে সার্ভারটি হলো একটি কম্পিউটার রোবোটিং সিস্টেম। যেখানে আপনি আপনার ওয়েবসাইটের তথ্য সংরক্ষণ করেছিলেন বা করা থাকে। যখন কেউ আপনার ওয়েব সাইটে কোন একটি পাতা দেখতে চায় তাহলে তাহলে সার্ভার সেই ওয়েবসাইটের একটি কপি ক্লান্ডের কম্পিউটারে ডাউনলোড করে এবং পরবর্তী সেই সার্টিফিকেট দেখায়। আর এই ভাবেই একটি সার্ভার কাজ করে আশা করি ভালোভাবে বুঝতে পেরেছেন।

Post a Comment

Post a Comment (0)

Previous Post Next Post

Basketball

Racing