আইপি ক্যামেরা কি ? আইপি ক্যামেরার দাম, সুবিধা এবং ফিচার

 

আইপি ক্যামেরা কি ? আইপি ক্যামেরার দাম, সুবিধা এবং ফিচার



সিসি ক্যামেরা সম্পর্কে আমরা অনেকেই জানি কিন্তু আইপি ক্যামেরার সম্পর্কে আমরা অনেকেই জানিনা আইপি ক্যামেরা কি আইপি ক্যামেরা কিভাবে কাজ করে। আজকের এই পোস্টটিতে আপনাদের জানাবো আইপি ক্যামেরা কি এবং আইপি ক্যামেরা কিভাবে কাজ করে। এছাড়াও আজকের আর্টিকেলে আপনাদের আইপি ক্যামেরার দাম এবং ফিচার সম্পর্কে ধারণা দেবো।

ক্যামেরা কেনার আগে অবশ্যই আইপি ক্যামেরা সম্পর্কে আপনার জেনে নেওয়া ভাল হবে। কারণ সিসি ক্যামেরা এবং আইপি ক্যামেরার মধ্যে অনেক পার্থক্য রয়েছে। তাহলে চলুন দেরি না করে আইপি ক্যামেরার সম্পর্কে জেনে নেই।


আইপি ক্যামেরা কি? আইপি ক্যামেরা কিভাবে কাজ করে?

আইপি ক্যামেরা হচ্ছে এক ধরনের ইন্টারনেট প্রকটল ক্যামেরা। এই ক্যামেরাটি অনেকটাই ওয়েবক্যামের মত কাজ করে থাকে। পৃথিবীর যে কোন স্থান থেকে এই আইপি ক্যামেরা ইন্টারনেটের মাধ্যমে ডাটা প্রেরণ এবং গ্রহণ করা যায়। এই আইপি ক্যামেরা কে এক ধরনের ডিজিটাল ভিডিও ক্যামেরাও বলা যেতে পারে।

আমাদের আশেপাশে সাধারণত যেসব সিসি ক্যামেরা দেখে থাকি তার থেকে আইপি ক্যামেরা অনেক উন্নত এবং এই ক্যামেরা থেকে আপনারা অনেক ধরনের সুবিধা পাবেন। আইপি ক্যামেরা খুবই উচ্চ মাত্রার ফুটে ধারণ করতে পারে যেটা অন্যান্য সাধারণ ক্যামেরাগুলো করতে পারে না। অন্যান্য ক্যামেরাতে আলাদা ডিভাইস এবং ক্যাবল ঝামেলা  থাকে কিন্তু আইপি ক্যামেরাতে কোন আলাদাভাবে ডিভাইসের প্রয়োজন হয় না।

আইপি ক্যামেরা শুধুমাত্র ইন্টারনেট কানেকশন এর মাধ্যমে কাজ করে থাকে। আইপি ক্যামেরাতে কোন ধরনের ডাটা ট্রান্সফারের জন্য কেবলের প্রয়োজন হয় না। আইপি ক্যামেরাতে ওয়াইফাই এবং ইন্টারনেট কেবল অথবা ইউজির মাধ্যমে ভিডিও রেকর্ডার সংযুক্ত করা থাকে। আপনি চাইলে পৃথিবীর যেকোনো প্রান্ত থেকে সরাসরি ভিডিও ফুটেজ অথবা ডাটা সংগ্রহ বা প্রদান করতে পারবেন।


আইপি ক্যামেরার সুবিধা

আইপি ক্যামেরা অনেকগুলো সুবিধা রয়েছে যেমন: আইপি ক্যামেরা ব্যবহার করে যে কোন মোবাইল, কম্পিউটার অথবা ল্যাপটপ থেকে লাইক ধারণাকৃত ভিডিও ফুটেজ দেখা যায়। যে কোন অ্যানালক ক্যামেরার থেকে আইপি ক্যামেরার রেজুলেশন ক্ষমতা থাকে অনেক গুণ বেশি যার কারণে  ভিডিও ফুটেজ গুলো খুবই স্পষ্ট ভাবে দেখা যায়।

আইপি ক্যামেরা কেবল বিহীন সংযোগে চলে তাই এখানে কোন ধরনের ঝামেলা পোহাতে হয় না। এই ক্যামেরাটি ওয়াইফাই এবং ইন্টারনেটের সাহায্যে অপারেট করা যায়। আইপি ক্যামেরা তে থাকা মাইক্রোফোন এবং স্পিকারের সাহায্যে যেকোনো বিষয় একসাথে শুনতে এবং বলতে পারা যায়। তবে সব আইপি ক্যামেরাতে এই সুবিধা দেওয়া হয়নি। এটি সাধারণত কিছু ডোরারেল ক্যামেরায় কাজ করে থাকে।


আইপি ক্যামেরার দাম এবং ফিচার

আইপি ক্যামেরার দাম কত বা কম দামে ভালো আইপি ক্যামেরা পাওয়া যাবে কিনা এই নিয়ে অনেকে প্রশ্ন থেকেই যায়। তাই ক্যামেরা কেনার আগে আইপি ক্যামেরা সম্পর্কে ধারণা রাখাটা খুবই জরুরী। আমাদের দেশে বাজারে মোটামুটি ১ হাজার থেকে শুরু করে প্রায় ১০ হাজার টাকা পর্যন্ত আইপি ক্যামেরা পাওয়া যায়।

আপনার বাজেটের উপরেই নির্ভর করে আপনার আইপি ক্যামেরার কোয়ালিটি এবং ফিচার। অর্থাৎ আপনার বাজেট যত বেশি হবে ততই আপনি ভাল মানের ক্যামেরা কিনতে পারবেন। আপনি যতই বাজেট বাড়াবেন আপনার ক্যামেরার কোয়ালিটি ততই ভাল হবে।

যারা কম দামি আইপি ক্যামেরা কিনতে চান তারা চাইলে ৩৬০ ডিগ্রি লেন্সের ক্যামেরা কিনতে পারেন। কারণ এই ক্যামেরাগুলো দিয়ে সাধারণত যেকোনো ধরনের ছবি এবং ভিডিও ধারণ করা যাবে। নিচে কয়টি কম দামে ভালো মানের আইপি ক্যামেরার দাম এবং ফিচার সম্পর্কে আলোচনা করা হলো:


Dahua lmou A22EP আইপি ক্যামেরার দাম এবং ফিচার


আইপি ক্যামেরা কি ? আইপি ক্যামেরার দাম, সুবিধা এবং ফিচার


  • Camera price: 2,270 Taka
  • Brand: Dahua
  • Item: CCTV camera
  • CCTV Type: 360 Degree
  • Sensor: 2 MP
  • Lens: 3.6 mm fixed lens
  • Video resolution: 1880p full HD
  • Signal system: LAN
  • Day / night mode: yes
  • Power supply: DC-5V1A


V380 Wi-Fi আইপি ক্যামেরার দাম এবং ফিচার


আইপি ক্যামেরা কি ? আইপি ক্যামেরার দাম, সুবিধা এবং ফিচার


  • Camera price: 2,250 Taka
  • Item: CCTV camera
  • Model: V380
  • CCTV Type: 360 Degree
  • Sensor: 3MP
  • Lens: 3.6 mm
  • Video resolution: 1920×1080p
  • Signal system: Wi-Fi
  • Night vision: Yes
  • Power supply: 5V 2A
  • Memory card: up to 128GB support
  • 100 meter connect distance


Dahua IMOU-A22EP Wi-Fi আইপি ক্যামেরার দাম এবং ফিচার


আইপি ক্যামেরা কি ? আইপি ক্যামেরার দাম, সুবিধা এবং ফিচার



  • Camera price: 3,300 Taka
  • Brand: Dahua
  • Item: CCTV Camera
  • CCTV Type: 360 Degree
  • Sensor: 2 Megapixel CMOS
  • Lens: 3.6 mm Fixed Lens
  • Video resolution: Max 30fps @1080p
  • Day / Night mode: Yes
  • IR: 10 Metre
  • Connectivity: IP camera
  • Power supply: DC-12V

TP-link Tapo C2000 আইপি ক্যামেরার দাম এবং ফিচার

আইপি ক্যামেরা কি ? আইপি ক্যামেরার দাম, সুবিধা এবং ফিচার


  • Camera price: 2,500 Taka
  • Model: Tapo C200
  • Brand: TP-link
  • Item: CCTV Camera
  • CCTV: Type PTZ
  • Sensor: 1/2.9"
  • Lens: F/NO:2.4 & 4mm focal
  • Video resolution: 1080p at 15fps
  • Signal system: Wi-Fi
  • Day night mode: Yes
  • IR: 850nm IR up to 30 feet
  • Connectivity: Ip Camera
  • Power supply: 100-240VAC at 50/60Hz 0.3A


CS-H6C-R101-1G2WF আইপি ক্যামেরার দাম এবং ফিচার

আইপি ক্যামেরা কি ? আইপি ক্যামেরার দাম, সুবিধা এবং ফিচার



  • Camera Price: 2,230 Taka
  • Model: CS-H6C-R101-1G2WF
  • CCTV Type: 360 Degree
  • Sensor: F2.4 1/3" progressive Scan CMOS
  • Lens: 4mm
  • Video Resolution: 1920×1080p
  • Signal System: Wi-Fi
  • IR: up to 10m (33ft)
  • Power supply: DC 5V/1A


শেষ কথা: আজকের আর্টিকেলে জানালাম আইপি ক্যামেরা কি ও আইপি ক্যামেরার সুবিধা এবং আইপি ক্যামেরার দাম এবং ফিচার। আশা করি আজকের পোস্টটি পড়ে আপনারা আইপি ক্যামেরার সম্পর্কে ভালোভাবে জানতে পেরেছেন। এবং তালিকায় থাকা আইডি ক্যামেরা গুলো আপনার পছন্দ হয়েছে। যদি তালিকায় থাকা আইপি ক্যামেরা আপনার পছন্দ না হয়ে থাকে তাহলে আপনার পছন্দের ক্যামেরার কথা আমাদের জানাতে পারেন। আমরা আপনার পছন্দের ক্যামেরাটি তালিকায় যুক্ত করার চেষ্টা করবো। পোস্টটি পড়ে ভালো লাগলে সবার সাথে শেয়ার করে তাদেরকে উপকৃত করবেন।

Post a Comment

Post a Comment (0)

Previous Post Next Post

Basketball

Racing