২০ হাজার টাকার মধ্যে স্যামসাং এর ভালো দশটি মোবাইল


১৫ হাজার টাকার মধ্যে  স্যামসাং এর ১০টি সেরা মোবাইল ফোন ।  স্যামসাং মোবাইল ফোনের দাম



স্মার্টফোন বাজারে দক্ষিণ কোরিয়ান ইলেকট্রনিক্স নির্মাতা প্রতিষ্ঠান স্যামসাং একটি সুপরিচিত নাম সবার কাছে। বর্তমান বিশ্বে ব্যবহারকারীর সংখ্যার দিক থেকে স্যামসাং বিশ্বের অন্যতম প্রতিষ্ঠান। মোবাইল ইউজারদের এক্সপেরিয়েন্সের কথা চিন্তা করে তারা প্রায় সব ধরনের বাজেটের মধ্যে ফোন বাজারে ছাড়ছে।

বিশেষ করে স্যামসাং মোবাইলে এই সিরিজ এবং এম সিরিজ লঞ্চ করার পর ব্যবহারকারীদের মন জয় করে ফেলেছে। দেশের বাজারে কম দামে ভালো ফিচার অফার করার মধ্যে শাওমি ও রিয়েলমি এর সাথে প্রতিযোগিতায় আছে স্যামসাং কোম্পানি।


তাহলে চলুন জেনে আসি স্যামসাংয়ের কম দামে ভালো ফিচারের সেরা ১০টি মোবাইল সম্পর্কে।


স্যামসাং গ্যালাক্সি এম০১ কোর-samsung galaxy M01 core


১৫ হাজার টাকার মধ্যে  স্যামসাং এর ১০টি সেরা মোবাইল ফোন ।  স্যামসাং মোবাইল ফোনের দাম



যাদের বাজেট খুবই কম তারা স্যামসাংয়ের এই মোবাইলটি নিতে পারেন। মোবাইলটি দিয়ে দৈনন্দিন জীবনের কাজ খুব সহজে করতে পারবেন। মোবাইলটি সাধারণত দুটি ভেরিয়েন্টের হয়ে থাকে।

একটি হচ্ছে ১ জিবি রেম এর সাথে ১৬ জিবি স্টোরেজ। এবং অন্যটি হচ্ছে ২ জিবি রেম এর সাথে ৩২ জিবি স্টোরেজ।
ফোনটিতে ৫.৩ ইঞ্চি ডিসপ্লে ব্যবহার করা হয়েছে।

পিছনের ক্যামেরা হিসেবে রয়েছে মোবাইলটিতে একটি ক্যামেরা। যেটা ৮ মেগাপিক্সেলের। এবং সেলফি ক্যামেরা হিসেবে ব্যবহৃত ৫ মেগাপিক্সেলের সেন্সর।

ফোনটিতে প্রসেসর হিসেবে দেওয়া হয়েছে মিডিয়াটেক এর MT6739 চিপসেট। ফোনটিতে অপারেটিং সিস্টেম এন্ড্রয়েড ৯ রান করছে।

স্যামসাং গ্যালাক্সি এম ০১ কোর এর স্পেসিফিকেশন:-

  • ডিসপ্লে: ৫.৩ ইঞ্চি
  • প্রসেসর: মিডিয়াটেক MT6739 চিপসেট
  • ব্যাটারি: ৩০০০ মিলিম্পিয়ার
  • ব্যাক ক্যামেরা: ৮ মেগাপিক্সেল
  • ক্যামেরা: ৫ মেগাপিক্সেল
  • র‍্যাম: ১/২ জিবি
  • স্টোরেজ: ১৬/৩২ জিবি
  • অপারেটিং সিস্টেম এন্ড্রয়েড ৯
  • ফাস্ট চার্জিং এর সুবিধা নেই

১ /১৬ জিবি ভেরিয়েন্টের মূল্য ৭৯৯৯ টাকা।

২/৩২ জিবি ভেরিয়েন্টের মূল্য ৮৯৯৯ টাকা।



স্যামসাং গ্যালাক্সি এম ০১ এস-Samsung galaxy M01s


১৫ হাজার টাকার মধ্যে  স্যামসাং এর ১০টি সেরা মোবাইল ফোন ।  স্যামসাং মোবাইল ফোনের দাম



যাদের বাজেট স্বল্প তারা স্যামসাংয়ের এই মোবাইলটি কিনতে পারেন। এই মোবাইলটি দিয়ে সাধারণ দৈনন্দিন জীবনে কার্যক্রম সুন্দরভাবে চালিয়ে নিতে পারবেন। আপনার কোন সমস্যায় পড়তে হবে না।

মোবাইলটিতে দেওয়া হয়েছে এইচডি প্লাস আইপিএস ৬.২ ইঞ্চি ডিসপ্লে।৩ জিবি র‍্যাম এবং স্টোরেজ থাকছে ৩২ জিবি। ফোনটির অপারেটিং সিস্টেম অ্যান্ড্রয়েড ৯ রান করছে। এবং এটার এন্ড্রয়েড ভার্সন আপডেট করা যাবে।

মোবাইলটিতে প্রসেসর হিসেবে ব্যবহৃত হয়েছে মিডিয়াটেক এর হেলিও পি২২ (১২ এন এম) ফোনটির পিছনে দেওয়া হয়েছে দুইটি ক্যামেরা সেটআপ। যেটা ১৩ মেগাপিক্সেলের এবং অন্যটিতে ২ মেগাপিক্সেলের ক্যামেরা রয়েছে।

মোবাইলটির সামনের ক্যামেরায় রয়েছে একটি ক্যামেরা এতে দেওয়া হয়েছে ৮ মেগাপিক্সেল সেন্সর। মোবাইলটিতে ব্যাটারি দিয়েছে 4000 মিলিএম্পিয়ার ব্যাটারি। চার্জ করার জন্য কোন ফাস্ট চার্জিং এর সুবিধা দেওয়া হয়নি।

স্যামসাং গ্যালাক্সি এম ০১এস এর স্পেসিফিকেশন :-

  • ডিসপ্লে ৬.৩ ইঞ্চি
  • ব্যাক ক্যামেরা: (১৩ + ২) মেগাপিক্সেল
  • সেলফি ক্যামেরা: ৮ মেগাপিক্সেল
  • র‍্যাম ৩ জিবি
  • স্টোরেজ ৩২ জিবি
  • প্রসেসর মিডিয়াটেক হেলিও পি ২২
  • ব্যাটারি ৪০০০ মিলি এম্পিয়ার
  • অ্যান্ড্রয়েড অপারেটিং অ্যান্ড্রয়েড 9
  • ফাস্ট চার্জিং এর সুবিধা নেই

স্যামসাং গ্যালাক্সি এম০১এস এর দাম:-১১৯৯৯ টাকা।



স্যামসাং গ্যালাক্সি এম১১-Samsung galaxy M11


১৫ হাজার টাকার মধ্যে  স্যামসাং এর ১০টি সেরা মোবাইল ফোন ।  স্যামসাং মোবাইল ফোনের দাম



আপনার বাজেট যদি কম হয়ে থাকে তাহলে স্যামসাংয়ের এই মোবাইলটি ক্রয় করতে পারেন। স্বল্প বাজেটের মধ্যেই এই মোবাইলটিতে রয়েছে আকর্ষণীয় ফিচার। মোবাইলটিতে রয়েছে বিগ ব্যাটারি সহ ফাস্ট চার্জিং এর সুবিধা।

ফোনটিতে ৬.৪ ইঞ্চি একটি বিশাল ডিসপ্লে দেওয়া হয়েছে।এই মোবাইলটিতে দেওয়া হয়েছে শক্তিশালী ৫০০০ এমএইচের ব্যাটারি। যেটা দিয়ে অনায়াসে আপনি হ্যাবি ইউসে সারাদিন পার করে দিতে পারবেন। এবং চার্জ কত আপনাকে বেশি সময় অপেক্ষা করতে হবে না। কারণ মোবাইলটিতে ১৫ ওয়াটের ফাস্ট চার্জিং সুবিধা রয়েছে।

বাংলাদেশের বাজারে মোবাইলটি পাওয়া যাবে একটি ভেরিয়েন্টে।৩ জিবি রেম এর সাথে ৩২ জিবি স্টোরেজ। এবং আপনি ৫১২ জিবি পর্যন্ত মেমোরি কার্ড ব্যবহার করতে পারবেন। কোনটিতে থাকছে এন্ড্রয়েড ১০ অপারেটিং সিস্টেম।

মোবাইলটিতে ব্যবহৃত হয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৪৫০ চিপসেট এর সাথে কোয়াড কোর ২.২ গিগাহার্জ প্রসেসর। প্রসেসর শক্তিশালী হওয়ায় আপনি অনেক গেম সুন্দরভাবে খেলতে পারবেন। এবং ফোনটির স্পিড খুবই দুর্দান্ত।

ফোনটির পিছনে দেওয়া হয়েছে তিনটি ক্যামেরা সেটআপ। ম্যান ক্যামেরা ১৩ মেগাপিক্সেলের, আরেকটি ৫ মেগাপিক্সেল এবং অপরটি ২ মেগাপিক্সেলের ক্যামেরা। এবং মোবাইলটিতে সামনের ক্যামেরা হিসেবে ব্যবহৃত হয়েছে ৮ মেগাপিক্সেলের ক্যামেরা।

স্যামসাং গ্যালাক্সি এম১১ এর স্পেসিফিকেশন:-

  • ডিসপ্লে ৬.৪ ইঞ্চি
  • র‌্যাম 3 জিবি
  • স্টোরেজ ৩২ জিবি
  • ব্যাক ক্যামেরা: (১৩+৫+২) মেগাপিক্সেল
  • সেলফি ক্যামেরা: ৮ মেগাপিক্সেল
  • প্রসেসর কোয়ালকম স্ন্যাপ ড্রাগন 450 চিপসেট
  • ব্যাটারি ৫০০০ মিলি এম্পিয়ার
  • ১৫ ওয়াট ফাস্ট চার্জিং সুবিধা
  • অ্যান্ড্রয়েড টেন অপারেটিং সিস্টেম

স্যামসাং গ্যালাক্সি এম১১ এর দাম:-১৪৯৯৯ টাকা।


আরো দেখুন: oppo মোবাইলের দাম ও ছবি ২০২৩

স্যামসাং গ্যালাক্সি এম২১-samsung galaxy M21


১৫ হাজার টাকার মধ্যে  স্যামসাং এর ১০টি সেরা মোবাইল ফোন ।  স্যামসাং মোবাইল ফোনের দাম



যারা মিড বাজেটের ফোন করছেন এবং যারা স্যামসাং মোবাইল পছন্দ করেন তারা এই মোবাইলটি ক্রয় করতে পারেন। এই মোবাইল দিয়ে আপনি দৈনন্দিন কাজগুলো চালিয়ে নিতে পারবেন। ফোনটি আপনাকে দেবে একটি অন্যরকম অভিজ্ঞতা। কোনটিতে বিগ ব্যাটারির পাশাপাশি ক্যামেরা এবং ডিসপ্লে সবকিছুই উন্নত লেভেলের।

কোনটিতে ডিসপ্লে হিসেবে থাকছে এইচডি প্লাস ৬.৫ ইঞ্চি ডিসপ্লে। এছাড়া ডিসপ্লে সুরক্ষা দেওয়ার জন্য ব্যবহৃত হয়েছে কর্ণিং গরিলা ক্লাস ৩। এবং ডিসপ্লেটি মানসম্মত সুপার অ্যামোলেড ডিসপ্লে। এই ডিসপ্লে দিয়ে নিয়ে আপনার কোন অভিযোগই থাকবে না।

কোনটিতে ডিসপ্লে ছাড়াও ক্যামেরা পারফরমেন্স অনেক ভালো। পিছনে রয়েছে চারটি ক্যামেরা সেটআপ। মেইন ক্যামেরা ৪৮ মেগাপিক্সেল। অপরটি ৮ মেগাপিক্সেল। পরেরটাও ৮ মেগাপিক্সেল। এবং শেষেরটা ৫ মেগাপিক্সেল ক্যামেরা ব্যবহৃত হয়েছে।

পিছনের ক্যামেরা ফিচার হিসেবে থাকছে এফ এ ভি, এলইডি প্লাস, আল্ট্রা ওয়াইড, ডেফত সেন্সর, এইচডিআর ইত্যাদি। মোবাইলটিতে সামনের ক্যামেরা হিসেবে থাকছে ৩২ মেগাপিক্সেলের ক্যামেরা।

ফোনটিতে থাকছে এক্সিনোজ ৯৬১১ চিপসেটের সাথে প্রসেসর রয়েছে অক্টাকোর ২.৩ গিগাহার্জ। সাথে রয়েছে এন্ড্রয়েড ১০ অপারেটিং সিস্টেম। মোবাইলটিতে দেওয়া হয়েছে শক্তিশালী ৬০০০ মিলি এম্পিয়ারের ব্যাটারি।

যেটা দিয়ে আপনি অনায়াসে হেভি ইউসেও সারাদিন চালিয়ে নিতে পারবেন। এবং টুকটাক গেমও খেলতে পারবেন প্রসেসর শক্তিশালী হওয়ায়। ৬০০০ এম্পিয়ার ব্যাটারী চার্জ করার জন্য এতে দেওয়া হয়েছে ফাস্ট চার্জিং এর সুবিধা। ফোনটির সাথে থাকছে 15 ওয়াটের ফাস্ট চার্জার।

এই মোবাইলটি বাংলাদেশের বাজারে দুইটি ভেরিয়েন্টে পাওয়া যাচ্ছে। একটি হলো ৬ জিবি রেম এবং ৬৪ জিবি স্টোরেজ। আরেকটি হল ৮ জিবি রেম ১২৮ জিবি স্টোরেজ।

স্যামসাং গ্যালাক্সি এম২১ এর স্পেসিফিকেশন

  • ডিসপ্লে: ৬.৫ ইঞ্চি সুপার এমোলেড
  • র‌্যাম: ৬/৮ জিবি
  • স্টোরেজ: ৬৪/১২৮ জিবি
  • ব্যাক ক্যামেরা: (৪৮+৮+৮+৫) মেগাপিক্সেল
  • সেলফি ক্যামেরা: ৩২ মেগাপিক্সেল
  • প্রসেসর: এক্সিনোজ ৯৬১১ চিপসেট
  • ব্যাটারি: ৬০০০ মিলি এম্পিয়ার
  • ১৫ ওয়াট ফাস্ট চার্জিং এর সুবিধা
  • অ্যান্ড্রয়েড ১০ অপারেটিং সিস্টেম

৬/৬৪ জিবি ভেরিয়েন্টের মূল্য ১৬৯৯৯ টাকা।

৮/১২৮ জিবি ভেরিয়েন্টের মূল্য ১৮৯৯৯ টাকা।


আরো দেখুন: স্যামসাং বাটন মোবাইলের দাম ২০২৩

স্যামসাং গ্যালাক্সি এ২১এস-Samsung galaxy A21s


১৫ হাজার টাকার মধ্যে  স্যামসাং এর ১০টি সেরা মোবাইল ফোন ।  স্যামসাং মোবাইল ফোনের দাম



যাদের বাজেট কম তারা স্যামসাংয়ের এই মোবাইলটি ক্রয় করতে পারেন। কারণ এই মোবাইলটিতে রয়েছে আকর্ষণীয় সব ফিচার। মোবাইলটিতে রয়েছে বিগ ডিসপ্লে, বিগ ব্যাটারি, এবং বিগ ক্যামেরা সেটআপ।

কোনটিতে ডিসপ্লে দেওয়া হয়েছে ৬.৫ ইঞ্চি ডিসপ্লে। মোবাইল পিছনে ক্যামেরা রয়েছে চারটি সেটআপ। যারা সুন্দর ছবি তুলতে পছন্দ করেন এবং ছোটখাটো ফটোগ্রাফারও বটে। তাদের জন্য এই মোবাইলটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে।

এই মোবাইলের পেছনে ক্যামেরার চারটি সেটাপের মধ্যে মেইন ক্যামেরা ৪৮ মেগাপিক্সেল। পরেরটা ৮ মেগাপিক্সেল, তারপর ২ মেগাপিক্সেল সর্বশেষের টাও ২ মেগাপিক্সেল। এবং সামনে সেলফি ক্যামেরা তে দেওয়া হয়েছে ১৩ মেগাপিক্সেলের ক্যামেরা।

সুতরাং বুঝতেই পারছেন যারা সেলফি তুলতে খুব পছন্দ করেন তাদের জন্য এ মোবাইলটি। পিছনের ক্যামেরায় ফিচার হিসেবে থাকছে এফএ ভিপি, এলইডি ফ্ল্যাশ, আল্ট্রা ওয়াইট, ডিপ সেন্সর এইচডিআর ইত্যাদি।

ফোনটির ব্যাটারি হিসেবে থাকছে ৫০০০ মিলি এম্পিয়ারের ব্যাটারি ব্যাটারি। সুতরাং চার্জ নিয়ে আপনাকে কোন চিন্তা করতে হবে না। হেবি ইউজ আপনার একদিন চলে যাবে অনায়াসে। ফোনটিকে চার্জ করার জন্য দেওয়া হয়েছে 15 ওয়াটের ফাস্ট চার্জার।

মোবাইলটিতে এন্ড্রয়েড ১০ অপারেটিং সিস্টেম এর সাথে এক্সিনোজ ৮৫০ চিপসেট দেওয়া হয়েছে তার সাথে ককটাকোর প্রসেসর ২.০ গিগাহার্জ ব্যবহৃত হয়েছে।
এই মোবাইলটি বাংলাদেশের মার্কেটে ৪ জিবি রেম ও ৬৪ জিবি স্টোরেজে পাওয়া যাচ্ছে।

স্যামসাং গ্যালাক্সি এ২১এস এর স্পেসিফিকেশন:-

  • ডিসপ্লে: ৬.৫ ইঞ্চি
  • ব্যাক ক্যামেরা: (৪৮+৮+২+২) মেগাপিক্সেল
  • সেলফি ক্যামেরা: ১৩ মেগাপিক্সেল
  • ব্যাটারি: ৫০০০ মিলি এম্পিয়ার
  • ১৫ ওয়াট ফাস্ট চার্জিং এর সুবিধা
  • র‍্যাম: ৪ জিবি
  • স্টোরেজ: ৬৪ জিবি
  • এক্স চিনস ৮৫০ চিপ সেট ও কোয়াড কোর ২.০ গিগা হারজের
  • অ্যান্ড্রয়েড ১০ অপারেটিং সিস্টেম

স্যামসাং গ্যালাক্সি এ২১এস এর দাম:-১৬,৯৯৯ টাকা।


স্যামসাং গ্যালাক্সি এ০৪ই - samsung galaxy A04e


১৫ হাজার টাকার মধ্যে  স্যামসাং এর ১০টি সেরা মোবাইল ফোন ।  স্যামসাং মোবাইল ফোনের দাম



স্যামসাংয়ের বাজেটের মধ্যে সবচাইতে অন্যতম জনপ্রিয় মোবাইল এটি একটি। এই ফোনের মধ্যে রয়েছে আকর্ষণীয় সকল ফিচার। ফোনটিতে দেওয়া হয়েছে ৬.৫ ইঞ্চির একটি বড় স্ক্রিন।

এছাড়াও মোবাইলটিতে ব্যবহৃত হয়েছে মিডিয়াটেক হেলিও পি ৩৫ প্রসেসর। প্রসেসরটি তেমন শক্তিশালী না হলেও আপনি দৈনন্দিন কাজগুলো খুব ভালোভাবে করে নিতে পারবেন। ফোনটির সাথে দেওয়া হয়েছে ৩ জিবি রেম ও ৩২ জিবি স্টোরেজ।

আলাদাভাবে মাইক্রো এসডি কার্ড ব্যবহারের সুবিধা রয়েছে।ফোনটির পেছনে দুইটি ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। ম্যান ক্যামেরা ১৩ মেগাপিক্সেল এবং আরেকটি মাইক্রো ক্যামেরা ২ মেগাপিক্সেলের সেটআপ।

সামনের সেলফি ক্যামেরাতে দেওয়া হয়েছে ৫ মেগাপিক্সেলের। কোনটিতে দেওয়া হয়েছে দুর্দান্ত একটি ব্যাটারি যেটাতে আছে ৫০০০ মিলিম্পিয়ারের বড় ব্যাটারি। যেটা দিয়ে আপনি অনায়াসে সারাদিন পার করে দেবেন। চার্জিং সিস্টেমের জন্য দেওয়া হয়েছে Type- c পোর্ট।
তবে কোনটিতে কোন ফিঙ্গারপ্রিন্ট সেন্সর নেই। ফোনটি ডুয়াল সিম ৪জি সাপোর্ট রয়েছে। সব মিলিয়ে এ বাজেটের মধ্যে ভালো একটি প্যাকেজ দিচ্ছে কোনটি।

স্যামসাং গ্যালাক্সি এ০৪ই এর স্পেসিফিকেশন:

  • ডিসপ্লে: ৬.৫ ইঞ্চি
  • র‍্যাম: ৩ জিবি
  • স্টোরেজ: ৩২ জিবি
  • প্রসেসর: মিডিয়াটেক হেলিও পি ৩৫
  • ব্যাক ক্যামেরা: ডুয়াল ক্যামেরা (১৩+২) মেগাপিক্সেলের
  • সেলফি ক্যামেরা: ৫ মেগাপিক্সেল
  • ব্যাটারি: ৫০০০ মিলি এম্পিয়ার।

স্যামসাং গ্যালাক্সি এ০৪ই এর দাম:- ১৩,৪৯৯ টাকা


স্যামসাং গ্যালাক্সি এ০৪ -Samsung galaxy A04


১৫ হাজার টাকার মধ্যে  স্যামসাং এর ১০টি সেরা মোবাইল ফোন ।  স্যামসাং মোবাইল ফোনের দাম



আগের ফোনের মত কম বাজেটের মধ্যে এটি একটি অন্যতম জনপ্রিয় ফোন। সুন্দর ডিজাইনের সাথে ক্যামেরার দিকে আলাদা দৃষ্টি রেখেছে স্যামসাং কোম্পানি। এটাতে ব্যবহার করা হয়েছে ৫০ মেগাপিক্সেলের ডুয়েল ক্যামেরা সেটআপ।

কম বাজেটের মধ্যে অসাধারণ ছবি তুলতে পারবেন এই মোবাইল দিয়ে। বাজেটের মধ্যে এটি একটি অন্যতম সেরা মোবাইল। ৫ ইঞ্চি একটি বড় সর ডিসপ্লে। ফোনটিতে অক্টোকর প্রসেসর দেওয়ার কারণে দৈনন্দিন কাজে কোন ঝামেলা পোহাতে হবেনা। তবে এটা দিয়ে খুব বেশি ভারী কাজ বা বড় কোন গেম খেলতে পারবেন না।

ফোনটিতে ব্যাটারি দেওয়া হয়েছে ৫০০০ মিলি এম্পিয়ারের ব্যাটারি। অনায়াসে আপনি একটি ভালো চার্জিং ব্যাকআপ পাবেন। ফোনটিতে ৩ জিবি রেম এর সাথে ৩২ জিবি স্টোরেজ দেওয়া হয়েছে। আপনি কম বাজেটে ভালো একটি ফোন পাচ্ছেন samsung a04।

স্যামসাং গ্যালাক্সি এ০৪ এর স্পেসিফিকেশন:

  • ডিসপ্লে: ৬.৫ ইঞ্চি
  • প্রসেসর: অক্টাকোর
  • র‍্যাম: ৩ জিবি
  • স্টোরেজ: ৩২ জিবি
  • সেলফি ক্যামেরা: ৫ মেগাপিক্সেল
  • ব্যাক ক্যামেরা:ডুয়াল ক্যামেরা (৫০+২) মেগাপিক্সেল
  • ব্যাটারি: ৫০০০ মিলি এম্পিয়ার

স্যামসাং গ্যালাক্সি এ০৪ এর দাম:- ১৩,৪৯৯ টাকা


স্যামসাং গ্যালাক্সি এম১২- samsung galaxy A12


১৫ হাজার টাকার মধ্যে  স্যামসাং এর ১০টি সেরা মোবাইল ফোন ।  স্যামসাং মোবাইল ফোনের দাম



আপনি যদি বিগ বাজেট রেঞ্জের  স্যামসাং এর ফোন খুজে থাকেন,তাহলে আপনার জন্য রয়েছে এম১২ মোবাইলটি। দৈনন্দিন কার্যক্রম ভালোভাবেই চালিয়ে নিতে পারবেন এই মোবাইলটি দিয়ে।

কোনটিতে দেওয়া হয়েছে ৬.৫ ইঞ্চি ডিসপ্লে। ডিসপ্লেটিতে ৯০ হারজে রিফ্রেস রেট ব্যবহার করা হয়েছে। তাই ডিসপ্লে নিয়ে আপনার কোন অভিযোগ থাকবে না। ফোনটির পেছনে চারটি ক্যামেরার সেটআপ রয়েছে।

মেন ক্যামেরা ৪৮ মেগাপিক্সেল এর ultra white ক্যামেরা ৫ মেগাপিক্সেলের, ২ মেগাপিক্সেলের মাইক্রো ও ডেপথ ক্যামেরা আছে। সেলফি ক্যামেরাতে দেওয়া হয়েছে ৮ মেগাপিক্সেলের সেন্সর।

ফোনটিতে বিশাল ক্যাপাসিটির ৬০০০ হাজার মিলিম্পিয়ারের ব্যাটারি দেওয়া হয়েছে। কোনটিতে ফাস্ট চার্জিং এর সাপোর্ট রয়েছে। ফোনটির সাথে পাচ্ছেন ১৫ ওয়াট এর ফাস্ট চার্জার।

প্রসেসর হিসেবে আছে samsung এর নিজস্ব এক্সিনোস ৮৫০ চিপসেট। ফোনটিতে ৩ জিবি, ৪ জিবি, ও ৬ জিবি ‍্যাম দেওয়া হয়েছে। এবং স্টোরেজ দেওয়া হয়েছে ৩২ জিবি,৬৪ জিবি,এবং ১২৮ জিবি।

স্যামসাং গ্যালাক্সি এম ১২ এর স্পেসিফিকেশন:

  • ডিসপ্লে: ৬.৫ ইঞ্চি পি এল এস আই পি এস
  • প্রসেসর: এক্সি নোস ৮৫০
  • ডিসপ্লে: রিফ্রেশ রেট ৯০ হার্জ
  • ব্যাটারি: ৬০০০ মিলিম্পিয়ার
  • ব্যাক ক্যামেরা: (৪৮+৫+২+২) মেগাপিক্সেলের
  • সেলফি ক্যামেরা: ৮ মেগাপিক্সেল
  • সিকিউরিটি: সাইড মাউটেড ফিঙ্গারপ্রিন্ট এবং ফেইস আনল
  • অপারেটিং সিস্টেম অ্যান্ড্রয়েড ১১

স্যামসাং গ্যালাক্সি এম ১২ এর দাম:- ১৮,৪৯৯ টাকা


স্যামসাং গ্যালাক্সি এ৩২-samsung galaxy A32


১৫ হাজার টাকার মধ্যে  স্যামসাং এর ১০টি সেরা মোবাইল ফোন ।  স্যামসাং মোবাইল ফোনের দাম



মিড বাজেট রেঞ্জে স্যামসাং অফার করছে স্যামসাং গ্যালাক্সি এ ৩২। এটা দেখতে অনেকটা এ৫২ এস এর মত হলেও ভেতরে আছে উল্লেখযোগ্য পার্থক্য।

৬.৪ ইঞ্চির সুপার অ্যামোলেড ডিসপ্লে টি ফুল এইচডি রেজুলেশনের। এ ৫২ এস এ ১২০ হারজে ডিসপ্লে ব্যবহার করা হয়েছে। কিন্তু এই মোবাইলে দেওয়া হয়েছে ৯০ হার্জের ডিসপ্লে। ডিসপ্লেটি সুরক্ষিত রাখার জন্য এতে দেওয়া হয়েছে কর্ণিং গরিলা গ্লাস ৫।

ফোনটির পেছনে চারটি ক্যামেরা সেটআপ রয়েছে। ৬৪ মেগাপিক্সেল মেইন ক্যামেরার সাথে ৮ মেগাপিক্সেলের আলট্রা ওয়েড ক্যামেরা রয়েছে। এছাড়াও পাঁচ মেগাপিক্সেলের মাইক্রো ক্যামেরা এবং ডেপথ সেন্সর রয়েছে।

সেলফি তোলার জন্য কোনটিতে রয়েছে ২০ মেগাপিক্সেলের ক্যামেরা। এছাড়াও ফোনটিতে দেওয়া হয়েছে বিগ ব্যাটারি যেটা ৫০০০ মিলিম্পিয়ার। প্রসেসর হিসেবে দেওয়া আছে মিডিয়া থেকে হেলিও জি ৮০ চিপসেট।

ফোনটি পাওয়া যাবে ৪ গিগাবাইট, ৬ গিগাবাইট ও ৮ গিগাবাইট রেমে। এবং স্টোরেজ পাওয়া যাবে ৬৪ গিগাবাইট এবং ১২৮ গিগাবাইট ভেরিয়েন্টে।

স্যামসাং গ্যালাক্সি এ৩২ এর স্পেসিফিকেশন:-

  • ডিসপ্লে: ৬.৪ ইঞ্চি সুপার এমোলেড
  • ডিসপ্লে: রিফ্রেশ রেট ৯০ হার্য
  • ব্যাটারি: ৫০০০ মিলিম্পিয়ার
  • ব্যাক ক্যামেরা: (৬৪+৮+৫+৫) মেগাপিক্সেল
  • সেলফি ক্যামেরা: ২০ মেগাপিক্সেল
  • সিকিউরিটি: আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট,ফেস আনলক
  • প্রসেসর: মিডিয়াটেক হেলিও জি ৮০
  • অপারেটিং সিস্টেম এন্ড্রয়েড ১১

স্যামসাং গ্যালাক্সি এ৩২ এর দাম:-২৫,৯৯৯ টাকা


স্যামসাং গ্যালাক্সি এ৫২ এস-samsung galaxy a52s


১৫ হাজার টাকার মধ্যে  স্যামসাং এর ১০টি সেরা মোবাইল ফোন ।  স্যামসাং মোবাইল ফোনের দাম



সম্প্রতি বাংলাদেশে প্রিমিয়াম নিউট্রিয়েন্টস বাজেট ক্যাটাগরিতে samsung এর এই ফোনটি লঞ্চ হয়। লঞ্চ হওয়ার পরপর বেশ আলোচনা সৃষ্টি করে ফেলেছে ফোনটি। সবদিক মিলিয়ে একটি ভালো প্যাকেজ দিচ্ছে।

৬.৫ ইঞ্চি সুপার এমোলেড ডিসপ্লে টি রেজুলেশন ফুল এইচডি প্লাস। এর রিফ্রেশ রেট ১২০ হারজে। ডিসপ্লেটি কলিং গরিলা গ্লাস ৫ দ্বারা সুরক্ষিত হলেও পেছনের দিকে ব্যবহার করা হয়েছে প্লাস্টিক। তবে ফোনটি আইপি ৬৭ ওয়াটার রেজিস্টেন্স। এই বাজেটে আইপি ৬৭ অফার করে এমন কোন ফোন নেই বললেই চলে।

পেছনে চারটি ক্যামেরা সেটআপের মেইন ক্যামেরাটি ৬৪ মেগাপিক্সেলের এবং আলট্রা ওয়েড ক্যামেরাটি ১২ মেগাপিক্সেল। মেইন ক্যামেরায় ওআইএস বা অপটিক্যাল ইমেজ ইস্টারবিলাইজেশন আছে। এছাড়াও ৫ মেগাপিক্সেলের একটি মাইক্রো ক্যামেরা ও একটি ডেপত সেন্সর আছে।

ফ্রন্ট ক্যামেরা বা সেলফি ক্যামেরাটি দিয়েছে ৩২ মেগাপিক্সেলের। কোয়ালকম এর ফাইভ-জি সমর্থিত স্ন্যাপড্রাগন ৭৭৮ জি চিপসেটের ব্যবহার হয়েছে ফোনটিতে।
নতুন এ চিপসেটটি ফ্লাকসিপ ফোনের কাছাকাছি পারফরম্যান্স দিতে সক্ষম।

ফোনটিতে দেওয়া হয়েছে ৪৫০০ মিলিম্পিয়ারে ব্যাটারি এবং চার্জ করার জন্য দেওয়া হয়েছে ফাস্ট চার্জার ২৫ ওয়াটের। ফোনটিতে রয়েছে ডুয়াল লাউড স্পিকার। ফোনটি পাওয়া যাবে ৬ বা ৮ গিগাবাইট র‍্যাম এর সাথে ১২৮ বা ২৫৬ গিগাবাইট স্টরেস ভেরিয়েন্টে। 

স্যামসাং গ্যালাক্সি এ৫২এস এর স্পেসিফিকেশন:-

  • ডিসপ্লে: ৬.৫ ইঞ্চি সুপার এমোলেড
  • ডিসপ্লে রিফ্রেশ রেট: ১২০ হার্জ
  • প্রসেসর: কোয়ালকম স্ন্যাপড্রাগন জি ৭৭৮
  • ব্যাটারি: ৪৫০০ মিলিম্পিয়ার
  • ২৫ ওয়াটের ফাস্ট চার্জিং সুবিধা
  • ব্যাক ক্যামেরা: (৬৪+১২+৫+৫) মেগাপিক্সেল
  • সেলফি ক্যামেরা: 32 মেগাপিক্সেল
  • সিকিউরিটি: আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট,ফেস আনলক
  • পোরেটিং সিস্টেম অ্যান্ড্রয়েড ১১

স্যামসাং গ্যালাক্সি এ৫২ এর দাম:-৪৪,৯৯৯ টাকা।


স্যামসাং মোবাইল নিয়ে কিছু কথা

স্যামসাং মোবাইল অনেক আগে থেকেই দেশের বাজারে বিশ্বস্ত নাম। ব্র্যান্ড ভ্যালু ও সফটওয়্যার আপডেটের কথা বিবেচনা করলে স্যামসাং ফোন বেশ ভালো অপশন হতে পারে আপনার জন্য। সব বাজেটের স্যামসাংয়ের ফোন আছে।

আপনার বাজেট ও চাহিদা অনুযায়ী আজকের তালিকায় থাকা ফোনগুলো বেশ ভালো হবে। আপনি যদি ইতিমধ্যে যদি কোন মোবাইল কেনার চিন্তা করে থাকেন তাহলে আজকে তালিকা থেকে মোবাইলটি বাছাই করে নিতে পারেন।
কারণ বর্তমান বাজারে সেরা স্মার্টফোনের তালিকায় আছে স্যামসাং।

শেষ কথা: আজকের এই পোস্টে আপনাদের জানালাম স্যামসাংয়ের দশটি সেরা মোবাইল সম্পর্কে। যদি তালিকা থাকা মোবাইলগুলো সম্পর্কে আরো কিছু জানার থাকে তাহলে আমাদের কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। আমরা আপনার প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করবো।

Keyword: ১৫ থেকে ২০ হাজারের মধ্যে সেরা ৫টি স্যামসাং মোবাইল,২০ হাজারের মধ্যে সেরা ৫টি স্যামসাং মোবাইল,২০ থেকে ৩০ হাজারের মধ্যে সেরা ৫টি স্যামসাং মোবাইল,১৫ থেকে ২০ হাজারের মধ্যে সেরা ৫টি স্যামসাং ফোন,১০ থেকে ২০ হাজারের মধ্যে সেরা ৫টি স্যামসাং মোবাইল,20000 টাকার মধ্যে স্যামসাং এর মোবাইল,15000 টাকার মধ্যে স্যামসাং এর মোবাইল,২০ হাজার টাকার মধ্যে স্মার্টফোন ২০২৩,১৫ থেকে ২০ হাজার টাকার মধ্যে সেরা স্মার্টফোন ২০২৪,১৫ হাজারের মধ্যে সেরা ৫টি স্যামসাং মোবাইল,স্যামসাং ফোন 20000 টাকার মধ্যে..

Post a Comment

Post a Comment (0)

Previous Post Next Post

Basketball

Racing