বাংলালিংক সিমের প্রয়োজনীয় সকল কোড

 

বাংলালিংক সিমের প্রয়োজনীয় সকল কোড



বাংলালিংক সিম অপারেট করার জন্য অনেক কোড রয়েছে। বাংলালিংকের বিভিন্ন সার্ভিস উপভোগ করার জন্য তাদের আলাদা আলাদা কোড ব্যবহার করতে হয়। অনেকেই অল্প কিছু কোড জানেন কিন্তু সব কোড জানা থাকে না সবার। আপনি যদি বাংলালিংক সিমের সকল কোড না জেনে থাকেন তাহলে আজকের টপিকটি আপনার জন্য।

আআজকের এই পোস্টে বাংলালিংক সিমের প্রয়োজনীয় সকল কোড দেখাবো। এবং মাই বাংলালিংক অ্যাপের মাধ্যমে বাঙালিকে সকল কোডের তালিকা কিভাবে দেখতে হয় তার পদ্ধতি ও জানাবো।


বাংলালিংক সিমের প্রয়োজনীয় সকল কোড

বাংলালিংক সিম অপারেট করার জন্য তাদের আলাদা আলাদা কোড থাকে। বিভিন্ন সময়ে আমাদের বিভিন্ন ধরনের কোড প্রয়োজন পরে অপারেট করার জন্য। যেমন ধরুন ব্যালেন্স জানতে আমাদের কোডের মাধ্যমে চেক করতে হয়। এবং এসএমএস, ইন্টারনেট, এবং মিনিট ইত্যাদি কিনতে এবং চেক করতে আমাদের এই কোডগুলো প্রয়োজন পড়ে।


আমাদের মাঝেমধ্যেই সিমের অনেক সার্ভিস চালু বা বন্ধ করতে হয়। এবং সেটা যদি কোডের মাধ্যমে হয় তাহলে খুব সহজেই তা করা যায়।যদি আমাদের এই কোডগুলো না জানা থাকে তাহলে আমরা কোন কিছুই চেক, বন্ধ বা চালু করতে পারবো না এবং সার্ভিস গুলো কিনতে পারবো না। তাহলে চলুন দেখে আসি banglalink USSD code list


বাংলালিংক সীমের প্রয়োজনীয় সকল কোড:

বাংলালিংক সিমের প্রয়োজনীয় সকল কোড নিচে দেওয়া হল:

  • বাংলালিংক এসএমএস অফার কোড : *121*4*8#
  • বাংলালিংক ব্যালেন্স চেক: *124#
  • বাংলালিংক টফি কোড : *266299#
  • বাংলালিংক এসএমএস অফার কোড: *121*4*8#
  • বাংলালিংক ইন্টারনেট অফার কোড: *121*3#
  • বাংলালিংক ইন্টারনেট লোন কোড: *121*5*2#
  • বাংলালিংক মিনিট অফার কোড: *121*4#
  • বাংলালিংক সেলফ সার্ভিস কোড : *121#
  • বাংলালিংক ভাইব কোড: *28451*1#
  • বাংলালিংক গেম অন কোড: *2202*6#
  • বাংলালিংক এফএনএফ কোড: *121*8#
  • বাংলালিংক অ্যাডভান্স কোড: *121*5#
  • বাংলালিংক ডক্টর ভাই কোড: *16643#
  • বাংলালিংক বাংলাফিক্স কোড: *9494*126#
  • বাংলালিংক ব্যালেন্স ট্রান্সফার কোড: *121*8*2*6#
  • বাংলালিংক সকল ব্যালেন্স চেক কোড: *121*1#
  • বাংলালিংক আমার অফার কোড: *121*2#
  • বাংলালিংক প্রিয়জন অফার কোড: *121*6#
  • বাংলালিংক মিক্স বান্ডেল অফার কোড: *121*4*7#
  • বাংলালিংক রোমিং সার্ভিস কোড: *909#
  • বাংলালিংক অফিস লোকেশন এবং কমপ্লেন কোড: *121*8#
  • বাংলালিংক অটো রিনিউয়াল সেটিং কোড: *121*1*2*1*2#

এখানে বাংলালিংক সিমের প্রয়োজনীয় সকল কোড রয়েছে। এখন আপনারা টেবিল আকারে দেখে নিন বাংলালিংক সিমের প্রয়োজনীয় সকল কোড।


    বাংলালিংক কোড লিস্ট: banglalink USSD code list-


    বাংলালিংক সিমের প্রয়োজনীয় সকল কোড নিচে টেবিল আকারে দেওয়া হলো দেখে নিন-


    Banglalink service---USSD code


    • Balance check- *123#
    • Balance transfer- *121*8*2*6#
    • Amar offer- *121*2#
    • Banglaflix- *9494*126#
    • Daktarbhai- *16643#
    • Banglalink advance- *121*5#
    • Fnf, office location, complain- *121*8#
    • Any balance check- *121*1#
    • Internet offer- *121*3#
    • Internet loan- *121*5*2#
    • Minute offer- *121*4#
    • Internet auto renewal setting- *212*1*2*1*2#
    • Game on- *2202*6#
    • Mixed bundle offer- *121*4*7#
    • Roaming service- *909#
    • Priyojon offer- *121*6#
    • SMS offer- *121*4*8#
    • Self service- *121#
    • Toffee- *266299#
    • Vibe- *28451*1#

    বাংলালিংক মিনিট অফার দেখার কোড


    এইগুলো ছিল banglalink এর সকল কোড লিস্ট। এখানে banglalink সিমের প্রয়োজনীয় সকল কোড লিস্ট আকারে রয়েছে। এখন আপনাদের জানাবো কিভাবে বাংলালিংক অ্যাপ এর মাধ্যমে বাংলালিংক সিমের প্রয়োজনীয় সকল কোড লিস্ট বের করবেন।


    My BL app দিয়ে কোড বের করার নিয়ম:

    বাংলালিংক সিমের প্রয়োজনীয় সকল কোডের তালিকা অ্যাপ এর মাধ্যমে বের করা খুবই সহজ। খুব সহজেই আপনারা আপনাদের বাংলালিংক সিমের সকল প্রয়োজনীয় কোড বের করতে পারবেন।


    বাংলালিংক সিমের প্রয়োজনীয় সকল কোড



    কোড জানার জন্য প্রথমে আপনার একটি অ্যাপ্লিকেশনের প্রয়োজন হবে। এপ্লিকেশনের জন্য আপনারা গুগল প্লে স্টোরে My bl app সার্চ করে আপনার মোবাইলে ইন্সটল করে নিতে হবে। স্ক্রিনশটে দেখানো এই অ্যাপটি ইন্সটল করবেন।


    বাংলালিংক সিমের প্রয়োজনীয় সকল কোড



    তারপর অ্যাপ ওপেন করবেন। মাই বাংলালিংক অ্যাপ ওপেন করার পর login করার জন্য আপনাকে আপনার মোবাইল নম্বরটি দিবেন। তারপর আপনার নাম্বারে একটি ওটিপি কোড আসবে। ওটিপি কোডটি দেওয়ার পরে নিচের স্ক্রিনশট এর মত মাই বাংলালিংক অ্যাপে প্রবেশ করতে পারবেন।

    এখন আপনাকে মাই বাংলালিংক অ্যাপের নিচে যেই Explore অপশনটি আছে সেটাতে ক্লিক করতে হবে। Explore পেজে প্রবেশ করার পর USD code নামে একটি অপশন দেখতে পারবেন। স্ক্রীনশট নিচে দেওয়া হল।


    বাংলালিংক সিমের প্রয়োজনীয় সকল কোড



    USD code এ ক্লিক করার পর আপনি বাংলালিংক সিমের সকল কোড দেখতে পারবেন। নিচের স্ক্রিনশটটি লক্ষ্য করলে বুঝতে পারবেন এখানে বাংলালিংকের প্রয়োজনীয় সকল কোড রয়েছে।



    আজকে এই ছিল মাই বাংলালিংক অ্যাপের মাধ্যমে বাংলালিংক সিমের প্রয়োজনীয় সকল কোড বের করার নিয়ম ও পদ্ধতি। উপরে দেখানো পদ্ধতি অনুসরণ করে আপনারা মাই বাংলালিংক অ্যাপ দিয়ে আপনার বাংলালিংক সিমের প্রয়োজনীয় সকল কোড লিস্ট দেখতে পারবেন।

    উপরোক্ত আলোচনায় দেখানো হয়েছে বাংলালিংক সিমের প্রয়োজনীয় সকল কোড লিস্ট। এবং মাই বাংলালিংক অ্যাপ এর মাধ্যমে কিভাবে সকল কোড লিস্ট দেখবেন সেটার নিয়ম বলা হয়েছে।

    কিছু কথা: আশা করছি আজকের তালিকাটি অনুসরণ করে আপনারা বাংলালিংক সিমের প্রয়োজনীয় সকল কোড জানতে পেরেছেন। এবং মাই বাংলালিংক অ্যাপ দিয়ে কিভাবে কোডগুলো দেখবেন সেটাও বুঝতে পেরেছেন। যদি না বুঝে থাকেন তাহলে আপনারা কমেন্টের মাধ্যমে আমাদের জানাতে পারেন। আমরা আপনাকে জানাতে সাহায্য করব। আপনাদের যদি banglalink USD code list সম্পর্কে আরো বিস্তারিত জানতে চান তাহলে আমাদের অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে।



    Post a Comment

    Post a Comment (0)

    Previous Post Next Post

    Basketball

    Racing